• কমছে অ্যাডিনো
    বর্তমান | ১৪ মার্চ ২০২৩
  • বাংলায় অ্যাডিনো এবং অন্যান্য জ্বর-সর্দি-কাশি-শ্বাসকষ্টের অসুখ কমছে। শিশুদের জন্য নির্দিষ্ট বেড এবং আইসিইউগুলির প্রায় অর্ধেক শয্যাই এখন খালি। নবান্নে টাস্ক ফোর্সের বৈঠক শেষে এক প্রেস বিবৃতিতে জানাল রাজ্য সরকার। সরকার জানিয়েছে, রাজ্যজুড়ে শিশু বিভাগের সাধারণ শয্যা রয়েছে পাঁচ হাজার। এখন খালি ২২৩৭টি। একটু বড় বাচ্চাদের জন্য নির্ধারিত পিকু শয্যা আছে ৬৫৪টি। খালি আছে ৩৮৯টি। সেখানে সদ্যোজাত ও ছোট বাচ্চাদের জন্য নির্ধারিত শয্যা নিকু এবং এসএনসিইউ শয্যা খালি আছে যথাক্রমে ৪৮ ও ৫৩৭টি। 
  • Link to this news (বর্তমান)