• শিশু শিবম খুনের জের
    বর্তমান | ০২ অক্টোবর ২০২২
  • শুভদীপ প্রামাণিক, শান্তিনিকেতন: মাত্র ১৪ দিন ফারাকে আনন্দ, উদ্দীপনার সুর বদলে গেল বিষাদে। সপ্তমীতেই বেজে গেল বিদায়ের ঘণ্টা। শান্তিনিকেতনের মোলডাঙ্গা গ্রামে প্রতিবেশীর হাতে নৃশংসভাবে খুন হয়েছে ছোট্ট শিশু শিবম ঠাকুর। শান্ত নিরিবিলি বিবাদহীন এই গ্রামে এমন ভয়ানক ঘটনা নাড়িয়ে দিয়েছে সকলকেই। হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন বাদেই ছিল গ্রামের একমাত্র দুর্গাপুজো। মোলডাঙ্গায় মাত্র তিন বছর থেকে শুরু হয়েছে দুর্গোৎসব। সেই কারণেই গ্রামবাসীদের মধ্যে একটু বেশিই ছিল পুজো ঘিরে উৎসাহ। একদিকে চলছিল প্যান্ডেল বাঁধার কাজ, অন্যদিকে প্রতিমা থেকে শুরু করে আলোকসজ্জা ও অন্যান্য সমস্ত কিছুর প্রস্তুতি চলছিল দ্রুতগতিতে। গ্রামের কচিকাঁচাদের আনন্দটাই ছিল সব থেকে বেশি। কোন দিন কে কী জামা পরবে, কার কাছে কত বাজি পটকা রয়েছে। সেই সব নিয়েই চলছিল তাদের আলোচনা। করোনা আবহের মধ্যেই শুরু হয়েছিল মোলডাঙ্গা গ্রামের দুর্গাপুজো। এই বছর ভাইরাসের সংক্রমণ নেই বলে গ্রামের বড়রাও দুর্গোৎসবের অনাবিল আনন্দে মেতে উঠতে তৈরি হয়েছিল। কিন্তু তাল কেটে দিল একটি ঘটনা। হঠাৎ করেই ১৮ই সেপ্টেম্বর বাড়ির পাশ থেকেই নিখোঁজ হয় গ্রামের পাঁচ বছরের ছোট্ট ছেলে শিবম ঠাকুর। নিখোঁজ শিশুকে খুঁজতে শুরু হয় পুলিসের তল্লাশি। নিয়ে আসা হয় পুলিস কুকুরও। প্রায় ৫০ ঘণ্টা পর প্রতিবেশী রুবি বিবির বাড়ির ছাদ থেকে শিবমের রক্তাক্ত পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই এই ঘটনায় ধৃত রুবি বিবি ও তার মা জেল হেফাজতে রয়েছে। তবে পুজোর আগেই এমন নৃশংস ঘটনা প্রভাব ফেলেছে গ্রামের দুর্গোৎসবে। মণ্ডপে সেই সাজো সাজো রব নেই। বাতিল করা হয়েছে পুজোর চারদিনের অনুষ্ঠান। জৌলুসহীন ভাবে রীতি মেনে হবে পুজো।শিবমের পিসি বিভা ঠাকুর বলেন, পুজোর দিনগুলোর জন্য আলাদা আলাদা জামাপ্যান্টের সেট কিনেছিল। ভাইপো আমার কাছে আবদার করেছিল বেল্ট কিনে দেওয়ার। সেই কথাগুলোই মনে পড়ছে।
  • Link to this news (বর্তমান)