• বেলা গড়াতেই ধুলোর ঝড়ে নামল আঁধার, সঙ্গে জেলায় জেলায় প্রবল শিলাবৃষ্টি
    হিন্দুস্তান টাইমস | ১৬ মার্চ ২০২৩
  • পূর্বাভাস মিলিয়ে বুধবার বিকেলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হল পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। যার জেরে কিছুটা নামল তাপমান। বুধবার বিকেলে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়। তার আগে ধুলোর ঝড়ে ঢেকে যায় আকাশ। ঝড়ের দাপটে বেশ কিছু জায়গায় গাছের ডাল ভেঙে পড়ে। তবে বড় কোনও বিপদের খবর পাওয়া যায়নি।

    ঝড় থামতেই শুরু হয় মুশলধারে বৃষ্টি। দীর্ঘ অপেক্ষার পর বৃষ্টিতে এক লাফে তাপমাত্রা নামে বেশ কেয়ক ডিগ্রি। বেশ কিছু জায়গা থেকে শিলাবৃষ্টির খবরও পাওয়া গিয়েছে।

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, হাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ডের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করছে। এর জেরে রাজ্যের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস আগেই জারি করেছিল আবহাওয়া দফতর।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)