• জিএসটি আদায় টানা তিন মাস ডাবল ইঞ্জিন রাজ্যের থেকে এগিয়ে বাংলা
    বর্তমান | ০২ অক্টোবর ২০২২
  • নয়াদিল্লি ও কলকাতা: আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি। দেশের অর্থনীতির কার্যত বেহাল দশা। এই পরিস্থিতিতেও সেপ্টেম্বরে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) খাতে আদায় বৃদ্ধি পেল। আর এক্ষেত্রেও বিজেপি শাসিত তথাকথিত ‘ডবল ইঞ্জিন’ রাজ্যগুলিকে পিছনে ফেলল মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ। টানা তিনমাস এগিয়ে বাংলা। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রিপোর্টে জানা গিয়েছে, এই সেপ্টেম্বরে সারা দেশে জিএসটি খাতে আদায় হয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৬৮৬ কোটি টাকা। ২০২১ সালের সেপ্টেম্বরের তুলনায় যা ২৬ শতাংশ বেশি। জিএসটি সংগ্রহে রাজ্যওয়াড়ি পরিসংখ্যানে বাংলার অবস্থান খুবই উজ্জ্বল। সেপ্টেম্বরে রাজ্যে এই খাতে আয় হয়েছে ৪ হাজার ৮০৪ কোটি টাকা। গত বছরের এই মাসের তুলনায় যা ২৭ শতাংশ বেশি। সেখানে মোদি-শাহের গুজরাতে ও যোগীরাজ্যে এই বৃদ্ধির হার ২৩ শতাংশ। অসমে ও কর্ণাটকে যথাক্রমে ২০ ও ২৫ শতাংশ।  আগের দু’মাসের তুলনামূলক হিসেবও একইরকম। আগস্টে রাজ্যের জিএসটি আদায়ের পরিমাণ ছিল ৪ হাজার ৬০০ কোটি টাকা। বৃদ্ধির হার ২৫ শতাংশ। সেই জায়গায় গুজরাতে এই হার ছিল ১৫ শতাংশ, মধ্যপ্রদেশে ১৬ ও অসমে ১০ শতাংশ। যোগীরাজ্য উত্তরপ্রদেশে ১৪ শতাংশ। জুলাইয়ে জিএসটি সংগ্রহ বৃদ্ধির নিরিখে বাংলার ধারেকাছে ছিল না বিজেপি শাসিত রাজ্যগুলি। ওই মাসে রাজ্যে সংগ্রহ হয় ৪ হাজার ৪৪১ কোটি টাকা।  সেখানে উত্তরপ্রদেশ ও অসমে ১৮ শতাংশ, মধ্যপ্রদেশে ১২ শতাংশ এবং গুজরাতে ২০ শতাংশ বৃদ্ধি ঘটেছে।
  • Link to this news (বর্তমান)