• রেলকর্মীদের ৭৮ দিনের বোনাস
    বর্তমান | ০২ অক্টোবর ২০২২
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রেলকর্মীদের জন্য উৎপাদন ভিত্তিক বোনাস ঘোষণা করল মন্ত্রক। উপকৃত হবেন প্রায় ১১ লক্ষ ২৭ হাজার রেলকর্মী। মিলবে ৭৮ দিনের বোনাস। ২০২১-২২ আর্থিক বছরের হিসেবে এই বোনাস প্রদান করা হবে। শনিবার রাতে রেল বোর্ড জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন। বিজয়া দশমীর আগেই রেলকর্মীরা বোনাস পাবেন। যোগ্য রেলকর্মীরা প্রত্যেকে ১৭ হাজার ৯৫১ টাকা করে উৎপাদন-ভিত্তিক বোনাস পাবেন। সবমিলিয়ে রেলের খরচ হবে প্রায় দু’হাজার কোটি টাকা। যোগ্য রেলকর্মীরা নন-গেজেটেড। তালিকার বাইরে থাকছেন আরপিএফ, আরপিএসএফ কর্মীরা।
  • Link to this news (বর্তমান)