• গেমিং অ্যাপ প্রতারণা কাণ্ডে গা-ঢাকা দুবাইয়ে, আহিরীটোলার শুভজিতের বিরুদ্ধে লুকআউট নোটিস
    বর্তমান | ০২ অক্টোবর ২০২২
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গেমিং অ্যাপ খুলে প্রতারণার  ঘটনায় পলাতক শুভজিৎ শ্রীমানির বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল কলকাতা পুলিস। যাতে দেশের কোনও বিমানবন্দর বা স্থলবন্দরে তাঁকে দেখা গেলে ধরে পুলিসের হাতে তুলে দেওয়া যায়। তাঁর ছবি ও পাসপোর্ট নম্বর সমস্ত জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। কলকাতা পুলিসের দাবি, দুবাইতে বসে শুভজিৎ  রিমোট কন্ট্রোলের মাধ্যমে গেমিং অ্যাপ চালানোর জন্য যে সার্ভার আছে, সেটি নিয়ন্ত্রণ করছে। অন্য দিকে ইডি, শুভজিতের বিষয়ে তথ্য পেতে বিদেশ মন্ত্রক মারফত দুবাইয়ের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা যাচ্ছে ।

    গেমিং অ্যাপ কাণ্ডে কলকাতা পুলিসের হাতে আমির ধরা পড়েছে। তাকে জেরা করে জানা যায়, উত্তর কলকাতার আহিরীটোলার বাসিন্দা শুভজিৎ  এই গেমিং অ্যাপ কারবারের নেপথ্যে রয়েছেন। দুবাই থেকে তিনি পুরো কারবার চালাচ্ছেন। সল্টলেক সহ বিভিন্ন জায়গায় অফিস খোলা হয়েছে। সেখানে বসানো আছে সিমবক্স। তাতে সংযুক্ত করা আছে মোবাইলের সিম। প্রক্সি সার্ভার ব্যবহার করে দুবাই থেকে সিমবক্স নিয়ন্ত্রণ করছেন শুভজিৎ।  টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করছে। এরপর তদন্তকারীরা বুঝতে পারেন, শুভজিৎকে পাওয়াটা জরুরি। কিন্তু দুবাইতে থাকায় তাঁর নাগাল পেতে সমস্যা আছে। দেশে ফিরলে যাতে তাঁকে গ্রেপ্তার করা যায়, সেই রাস্তা পাকা করতেই শুভজিৎ এর নামে লুকআউট নোটিস জারি করল পুলিস। একইসঙ্গে কলকাতায় তাঁর বাড়ি ও বন্ধুবান্ধবদের উপর নজর রাখাও হচ্ছে। দেখা হচ্ছে, পলাতক এই ব্যক্তি কারও সঙ্গে যোগাযোগ রাখছেন কি না।
  • Link to this news (বর্তমান)