• Anubrata Mondal: ‌তিহাড় জেলেই যেতে হল অনুব্রতকে
    আজকাল | ২১ মার্চ ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সায়গল হোসেন, মণীশ কোঠারির পর তিহাড় জেলে অনুব্রত মণ্ডল।

    দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত গরু পাচারকাণ্ডে মঙ্গলবার অনুব্রতকে ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। আগামী ৩ এপ্রিল অবধি তিহাড় জেলই ঠিকানা অনুব্রতর। প্রসঙ্গত অনুব্রতর আইনজীবী এদিন জামিনের আবেদন করেননি। 
    প্রসঙ্গত দোলের দিন রাতেই কলকাতা থেকে দিল্লি নিয়ে আসা হয়েছিল অনুব্রতকে। ওইদিন রাতেই হয় শুনানি। এরপর তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয় অনুব্রতকে। তারপর ফের ১১ দিন ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর ফের আজ অর্থাৎ মঙ্গলবার অনুব্রতকে আদালতে তোলা হয়। ইডির তরফে এদিন জেল হেফাজতে রাখার আবেদন করা হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে আদালত অনুব্রতকে ১৩ দিন জেল হেফাজতে পাঠাল। সূত্রের খবর, শারীরিক অসুস্থতার জন্য অনুব্রতকে মেডিক্যাল সেলে রাখা হতে পারে। এদিন ইডি দপ্তর থেকে অনুব্রতকে প্রথমে নিয়ে যাওয়া হয় হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য। তারপর ফের আনা হয় ইডি দপ্তরে। শুরু হয় জেরা। তারপর আদালতে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। বিচারক অনুব্রতকে দু’‌একটি প্রশ্ন করেন। তারপর জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

     

     
  • Link to this news (আজকাল)