• Mamata Banerjee: বাংলাকে কেন্দ্রের বঞ্চনা, দুদিনের ধর্নায় বসবেন মমতা
    আজকাল | ২১ মার্চ ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র।

    সেই দাবিতে আগামী সপ্তাহে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার দমদম বিমানবন্দর থেকে ভুবনেশ্বর রওনা দেন মমতা। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনা, রাস্তা সহ প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। আগামী ২৯ তারিখ আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসব আমি’। তিনি আরও বলেন, ‘এবারেরও বাজেটে ১০০ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র। নিজেদের টাকায় রাস্তা করেছি আমরা।

    সব প্রকল্প বাবদ কেন্দ্রীয় সরকারের কাছে আমরা ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাই। বারবার কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হচ্ছে। শুধু বারবার করে এক একটা টিম এসে ঘুরে যাচ্ছে’। অনশন, আন্দোলন, ধর্না থেকেই কার্যত রাজনৈতিক মহলে অন্যতম নেত্রা হয়ে উঠেছেন মমতা। প্রথমে বিরোধী দলনেত্রী সেখান থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। এদিন তিনি বলেন, ‘আগামী ২৯ তারিখ আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসব আমি। ৩০ তারিখ পর্যন্ত কন্টিনিউ করব’। ইডি, সিবিআই নিয়েও এদিন কেন্দ্রকে তোপ দাগেন মমতা। বলেন, ‘কিছু না থাকলে ইডি, সিবিআই পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিজেপির কথায় বারবার পাঠানো হচ্ছে। মনে হচ্ছে ইডি, সিবিআইয়ের প্রেসিডেন্টের যেন বিজেপি’।
  • Link to this news (আজকাল)