• DA: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি
    আজকাল | ২১ মার্চ ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: আজ সকলে তাকিয়ে ছিলেন ডিএ মামলায় সুপ্রিম কোর্টের রায়ের দিকে।

    তবে আগের চারবারের মতোই এবারেও, অর্থাৎ পঞ্চমবার পিছিয়ে গেল দেশের সর্বোচ্চ আদালতে ডিএ মামলার শুনানি। ৫ ডিসেম্বর এই মামলার প্রথম শুনানি ছিল সুপ্রিম কোর্টে। এই মামলার শুনানি আগেও পিছিয়ে যায় বেশ কয়েকবার। শেষবার ১৫ মার্চ এই মামলার শুনানি ছিল, তা পিছিয়ে ২১ মার্চ দিন স্থির হয়েছিল শুনানির জন্য। আজ তা পিছিয়ে গিয়ে শুনানির দিন হিসেবে স্থির হয়েছে ১১ এপ্রিল। 

    সরকারি কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল ২০২২ সালে। কিন্তু রাজ্যের উচ্চ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতে যায় রাজ্য সরকার। রাজ্যের বক্তব্য ছিল, একসঙ্গে এই পরিমাণ ডিএ দিলে তা সমস্যা হবে রাজ্যের জন্য। অন্যদিকে সরকারি কর্মীদের বক্তব্য, এই ডিএ তাঁদের প্রাপ্য। আজকের সুপ্রিম রায়ের দিকে তাকিয়ে ছিল সব পক্ষ। তবে আপাতত দেশের সর্বোচ্চ আদালতে পিছিয়ে গেল মামলার শুনানি। 
  • Link to this news (আজকাল)