• Weather Update: বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বঙ্গে, আজ কলকাতার আবহাওয়া কেমন?
    আজকাল | ২১ মার্চ ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: শীত বিদায় নিয়েছে বহু আগেই।

    বসন্তে প্রবল তাপমাত্রার আভাস পেয়ে একাবারে অতিষ্ট হয়ে উঠেছিল সকলে। তার মাঝেই বঙ্গ ভিজিয়েছে বৃষ্টি। গত কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে দুই বঙ্গে। আজ, মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিসের তরফে বৃষ্টির সঙ্গে ঝড়-বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। হাওয়া অফিস সূত্রের খবর, মঙ্গলবারের পর বুধবারেও অল্প বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের জেলা গুলিতে। তবে, নিম্নচাপ অক্ষরেখার অবস্থান বদলের কারণে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বুধ থেকেই কমে যাবে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে স্বাভাবিক হবে পরিস্থিতি।

     

    আজ কলকাতার তাপমাত্রা আজ স্বাভাবিকের থেকে কিছুটা কম। আজ মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। যদিও গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজকের থেকেও কিছুটা কম ছিল। অন্যদিকে আজ, মঙ্গলবারেও ভারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। দিনের প্রথমভাগে আকাশে রোদের দেখা মিললেও, দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পরবর্তী কয়েকদিনে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। 

     
  • Link to this news (আজকাল)