• Mohun Bagan: ঘরে ফিরে উচ্ছ্বাসে ভাসল চ্যাম্পিয়নরা
    আজকাল | ২১ মার্চ ২০২৩
  • কৌশিক রায়: আইএসএল চ্যাম্পিয়ন হয়ে কাপ নিয়ে কলকাতায় ফিরল মোহনবাগান।

    রবিবার সকালের বিমানে দল নিয়ে কলকাতা বিমানবন্দরে নামেন সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দো। সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্লাবের সচিব দেবাশিস দত্ত। এদিন নিজেদের প্রিয় দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শয়ে শয়ে সমর্থক। সেখান থেকে টিম বাসে আলিপুরের আরপিএসজি হাউসে আসে দল। ছিলেন ক্লাব কর্তা সঞ্জীব গোয়েঙ্কা। সাংবাদিক সম্মেলনে এদিন উৎসবের মেজাজে ছিল গোটা দল। চ্যাম্পিয়ন গানে নাচতে দেখা যায় প্রীতম কোটাল, বিশাল কেইথ, দিমিত্রি পেত্রাতোসদের। এবারে চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে এটিকে উঠে গিয়েছে মোহনবাগানের আগে থেকে যে কারণে শনিবার রাত থেকেই মেরিনার্সদের মনে উৎসবের মেজাজ। সেই প্রসঙ্গে এদিন সঞ্জীব গোয়েঙ্কা বলেন, "এই বছরের প্রথম থেকেই আমার মনে এটিকে সরানোর পরিকল্পনা ছিল। চ্যাম্পিয়ন হওয়ার দিনে এই ঘোষণা করায় আমি খুশি হয়েছি।" দলকে চ্যাম্পিয়ন করেও খুব একটা উচ্ছ্বাস দেখা যায়নি সবুজ মেরুন কোচের মুখে। কার্যত নির্বিকার ছিলেন তিনি। এদিন বললেন, "ড্রেসিংরুমে এখন উৎসবের মেজাজ। দুদিন বিশ্রাম নিয়ে আবার প্র্যাক্টিস শুরু করব আমরা।" তার কোচিংয়ে চ্যাম্পিয়ন হওয়ায় পরের মরসুমেও কোচ থাকছেন জুয়ান। অধিনায়ক প্রীতম কোটাল ধন্যবাদ জানিয়েছেন দলের ম্যানেজমেন্ট থেকে শুরু করে স্টাফ এবং সমর্থকদের।

     

    গোল্ডেন গ্লাভস জয়ী বিশাল কেইথ জানান, "দলের কাজে লাগতে পেরে আমি খুশি। আমি চাই আগামী দিনেও এরকম ভাবেই খেলে ভারতের হয়ে খেলতে।" এদিন বিমানবন্দর থেকে আলিপুরে টিম বাসের সঙ্গে আসেন সমর্থকরাও। সোমবার ক্লাব তাঁবুতে ট্রফি নিয়ে আসবেন খেলোয়াড়রা। সেখানে তাঁদের সঙ্গে দেখা করতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
  • Link to this news (আজকাল)