• আজ ফের উপাচার্য পদে যোগ দিচ্ছেন ওমপ্রকাশ
    বর্তমান | ২১ মার্চ ২০২৩
  • সংবাদদাতা, নকশালবাড়ি: ৫৫ দিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন থাকার পর আজ, মঙ্গলবার ভারপ্রাপ্ত উপাচার্য পদে ফের দায়িত্ব নিচ্ছেন ওমপ্রকাশ মিশ্র। শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির মামলায় সুবীরেশ ভট্টাচার্য গ্রেপ্তার হওয়ার পর প্রথম দফায় তিনমাস ও পরবর্তী দফায় একমাস ভারপ্রাপ্ত উপাচার্যর দায়িত্ব পেয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। ২৫ জানুয়ারি পর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন। তারপর থেকে উপাচার্যহীন ছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ফিনান্স অফিসার পদও ফাঁকা হয়ে যায়। ফলে কার্যত অভিভাবকহীন হয়ে অচলাবস্থা শুরু হয় বিশ্ববিদ্যালয়ে। সোমবার সন্ধ্যায় রাজ্যের শিক্ষাদপ্তর থেকে ফের ওমপ্রকাশবাবুকেই ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ করে। এদিন সন্ধ্যায় ওমপ্রকাশবাবু বলেন, কিছুক্ষণ আগেই শিক্ষাদপ্তরের নির্দেশিকা পেয়েছি। মঙ্গলবারই বিশ্ববিদ্যালয়ে যোগদান করছি। সরকারের তরফ থেকে আগামী দু’মাস ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে।  এদিকে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের গেটে এবং ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ দেখায় এবিভিপি ও এআইডিএসও। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন। উপাচার্য নেই, ফিনান্স অফিসার অবসর নিয়েছেন, রেজিস্ট্রার পদটিও ফাঁকা। দ্রুত অচলাবস্থা কাটিয়ে তোলা ও অরাজনৈতিক কোনও শিক্ষাবিদকে উপাচার্য পদে বসাতে হবে। গেটের সামনে মোতায়েন থাকা পুলিস তাদের বাধা দেয়। তখন গেটেই পুলিস কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি করে তারা ঢুকে পড়ে ক্যাম্পাসে। তারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশপুতুলও পোড়ায়।  

     প্রসঙ্গত, ২৫ জানুয়ারি ভারপ্রাপ্ত উপাচার্য ওমপ্রকাশবাবুর মেয়াদ শেষ হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নুপুর দাসের মেয়াদ শেষ হয়। ভারপ্রাপ্ত ফিনান্স অফিসার সুখেন্দ্র নারায়ণ সাহাও অবসর নেন। ফলে অচলাবস্থা সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫৬ জন অস্থায়ী কর্মীদের একমাসের বেতন বকেয়া রয়েছে। ফান্ড না থাকায় রামকৃষ্ণ বয়েজ হস্টেলের খাওয়ার পরিষেবাও বন্ধ থাকে দু’দিন।
  • Link to this news (বর্তমান)