• Suryakumar Yadav: লাগাতার ব্যর্থ সূর্য! ভারতীয় তারকার ভবিষ্যৎ কোন পথে, যা বলার বলে দিলেন দ্রাবিড়
    ২৪ ঘন্টা | ২২ মার্চ ২০২৩
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে বুধবার ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঁচ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে, তিন ম্যাচের চলতি ওয়ানডে সিরিজের শুভারম্ভ করেছিল টিম ইন্ডিয়া। গত রবিবার বিশাখাপত্তনমের ডক্টর ওয়াইএসআর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দারুণ ভাবে সিরিজে ফিরেছে অস্ট্রেলিয়া। চেন্নাইয়ে যে জিতবে, সিরিজ যাবে তার দখলেই। ফলে তৃতীয় ওয়ানডে হয়ে গিয়েছে সিরিজ ডিসাইডার। বিগত দুই ম্যাচেই গোল্ডেন ডাক হয়ে ফিরেছেন সূর্যকুমার যাদব । বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটারকে আরও সময় দেওয়া হবে। একথা দ্বিতীয় ওয়ানডে ম্যাচের পরেই বলেছিলেন রোহিত শর্মা। রোহিতের সুরেই গলা মেলালেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলে দিলেন যে, সূর্যকে নিয়ে চিন্তিত নন তিনি।

    এদিন দ্রাবিড় সূর্যর প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, 'সত্যি বলতে সূর্যকে নিয়ে চিন্তিত নই। সূর্য ৫০ ওভারের ক্রিকেট শিখছে। টি-২০ ফরম্যাট খানিক আলাদা। ও ১০ বছর আইপিএল খেলেছে। প্রচুর টি-২০ ক্রিকেট খেলেছে বলেই টি-২০ ম্যাচের অত্যন্ত চাপ ও নিতে পারে। বিজয় হাজারে ট্রফি বাদ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে বা ঘরোয়া পর্যায়ে সেরকম চাপ থাকে না। যেহেতু সূর্য প্রচুর টি-২০ ক্রিকেট খেলেছে, সেহেতু ও সেভাবে ওয়ানডে ক্রিকেট খেলেনি। ওকে কিছুটা সময় দিতে হবে। আমাদের ধৈর্য্য রাখতে হবে। ও ভালো করছে। নিশ্চিত ভাবে সেটা দেখতে পারছি আমরা।' দ্রাবিড় বুঝিয়েই দিলেন যে, সূর্যকুমারের ওপরেই ভরসার হাত থাকছে টিম ম্যানেজমেন্টের। এখন দেখার সূর্যকুমার তৃতীয় ওয়ানডে ম্যাচে জ্বলে উঠতে পারেন কিনা! অপেক্ষায় তাঁর অনুরাগীরা।
  • Link to this news (২৪ ঘন্টা)