• মুকুল-মামলা ডিভিশন বেঞ্চে ২২ মার্চ ২০২৩ ০৫:৫৯
    আনন্দবাজার | ২২ মার্চ ২০২৩
  • দলত্যাগ-বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক-পদ খারিজ সংক্রান্ত বিজেপির মামলা কলকাতা হাই কোর্টে ফেরত পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। ওই মামলার সঙ্গে জনস্বার্থের বিষয় জড়িত, এই যুক্তি দেখিয়ে সংশ্লিষ্ট ডিভিশন বেঞ্চে তা পাঠানোর নির্দেশ দিলেন হাই কোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, কৃষ্ণনগর উত্তরের বিধায়ক, ‘দলত্যাগী’ মুকুলকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান করা সংক্রান্ত জনস্বার্থের যে মামলা চলছে, তার সঙ্গেই এই আবেদন যুক্ত হবে। শুভেন্দুর দাবি, ‘‘কৃষ্ণনগর উত্তরের মানুষ দ্রুত সুখবর পাবেন।” প্রসঙ্গত, স্নায়ুর রোগে আক্রান্ত মুকুল এখন অসুস্থ। সম্প্রতি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মস্তিষ্কে চিপ বসানো হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)