• কলকাতার পারসিরা মাতলেন বসন্ত উৎসবে
    আজকাল | ২২ মার্চ ২০২৩
  • কৌশিক রায়: মঙ্গলবার নভরোজ। বিশ্বজুড়ে পারসিদের নববর্ষ পালিত হয়ে থাকে এদিন। কিন্তু এই তালিকা থেকে বাদ গিয়েছেন কলকাতায় তথা ভারতে বসবাসকারী পারসিরা। সাইরাস কনফেকশনার নামে কলকাতার বাসিন্দা এক পারসি জানালেন, 'আমরা এই দিনটা বসন্ত উৎসব পালন করি। তাছাড়া আজ দিন ও রাতের দৈর্ঘ্য সমান, ইকুইনক্স। সেই হিসেবেও এই দিনটাকে ছোট করে উদযাপন করি আমরা।' বিশ্বজুড়ে পারসিরা ২১ মার্চ নভরোজ অর্থাৎ নববর্ষ হিসেবে পালন করে থাকেন। ইরানি সৌর হিজরি ক্যালেন্ডার অনুযায়ী নভরোজ নামে এই দিনটি ইরানি, পারসিদের নতুন বছর হিসেবে পালিত হয়। নভরোজ উপলক্ষ্যে এদিন বিশেষ একটি ডুডল বানিয়েছে গুগল।

    রাষ্ট্রসঙ্ঘ আজকের দিনটিকে আন্তর্জাতিক নভরোজ দিবস হিসেবে পালন করে। কিন্তু এই তালিকা থেকে কলকাতায় বসবাসকারী পারসিরা বাদ কেন? জানা গেল, কলকাতায় তথা ভারতে যে সমস্ত পারসিরা থাকেন তাঁরা মেনে চলেন শাহেনসাহি ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডার বলছে পারসিদের নববর্ষ ১৬ অগাষ্ট। কিন্তু এমন একটা দিনে কি স্থানীয় পারসিরা উৎসব থেকে বিরত থাকতে পারেন? সে কারণে শহর কলকাতার বুকেও এদিন পারসিরা পালন করলেন তাঁদের নিজস্ব বসন্ত উৎসব। কলকাতা পারসি ক্লাবের পক্ষ থেকে এদিন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সাইরাস জানালেন, 'মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান করি আমরা। তাছাড়া বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সব শেষে জমিয়ে খাওয়াদাওয়া।' 
  • Link to this news (আজকাল)