• মোদীকে গদিচ্যুত করার দাবি তুলে পোস্টার দিল্লিতে, গ্রেফতার ৪, দায়ের ৪৪টি FIR
    হিন্দুস্তান টাইমস | ২২ মার্চ ২০২৩
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গদিচ্যুত করার দাবি তুলে পোস্টার পড়েছিল রাজধানী দিল্লির বহু জায়গায়। এই ঘটনায় মঙ্গলবার বেশ কয়েকজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। জানা গিয়েছে, পোস্টার কাণ্ডে মঙ্গলবার তল্লাশি চালায় দিল্লি পুলিশ। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এঁদের মধ্যে দু'জন ছাপাখানা মালিক বলে জানা গিয়েছে। এই ঘটনায় ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, প্রধানমন্ত্রী মোদীকে গদিচ্যুত করার দাবিতে বেশ কয়েক হাজার পোস্টার ছাপানো হয়েছিল। এর মধ্যে পুলিশ ২০০০টি পোস্টার একটি ভ্যান থেকে বাজেয়াপ্ত করেছে। (জানা গিয়েছে, তল্লাশি চালিয়ে বহু পোস্টার বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই পোস্টারে বার্তা ছিল - 'মোদী হটাও, দেশ বাঁচাও'। জানা গিয়েছে, আইপি এস্টেট এলাকায় একটি ভ্যানের মধ্যে থেকে ওই ২ হাজার পোস্টার উদ্ধার হয়। পুলিশের দাবি, দিল্লিতে আম আদমি পার্টির দফতরে ওই পোস্টারগুলি সরবরাহ করা হচ্ছিল। ভ্যানের চালককে জেরা করে পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে বলে জানা গিয়েছে। এর আগে সোমবারও এই ধরনের পোস্টার আম আদমি পার্টির অফিসে পৌঁছে দেওয়া হয়েছিল বলে সেই ভ্যানচালক জানায় পুলিশকে। এদিকে দিল্লি পুলিশের দাবি, জেরায় প্রেস মালিকরা জানিয়েছেন, এই ধরনের ৫০ হাজার পোস্টারের বরাত পেয়েছিল তারা।

    এদিকে এই ঘটনায় ছাপাখানা মালিকের বিরুদ্ধে বিকৃতিসাধন আইনে শতাধিক মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। দিল্লির স্পেশাল সিপি দীপেন্দ্র পাঠক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ৪৪টি এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে এই বিষয়ে এক টুইট করে আম আদমি পার্টির তরফে লেখা হয়েছে, 'মোদী সরকারের স্বৈরাচার চরমে। এই পোস্টারে আপত্তিকর এমন কী আছে যে মোদীজি ১০০টি এফআইআর দায়ের করেছেন? প্রধানমন্ত্রী মোদী, আপনি হয়তো জানেন না কিন্তু ভারত একটি গণতান্ত্রিক দেশ। একটা পোস্টার দেখে এত ভয়! কেন?'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)