• 'অন্যায় করিনি, ভুল করেছি', বললেন 'লিডিং মোস্ট অ্যাক্টর' বনি
    হিন্দুস্তান টাইমস | ২২ মার্চ ২০২৩
  • সদ্যই মুক্তি পেয়েছে বনি সেনগুপ্ত অভিনীত ছবি আর্চির গ্যালারি। কিন্তু যেদিন এই ছবির প্রিমিয়ার ছিল সেদিনই বনিকে ডেকে পাঠানো হয় ইডির তরফে। এরপর বক্স অফিসে তেমন সাড়া পেল না ছবি। উলটো অভিনেতার এক বক্তব্যের জেরে চরম কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। এবার গোটা বিষয় নিয়ে মুখ খুললেন তিনি। এই সময়কে জানালেন নানা কথা।

    ইডির নোটিশ পাঠানোর পর জানা যায় বনি নিয়োগ দুর্নীতির টাকায় গাড়ি কিনেছিলেন। এই বিষয়ে তাঁর মতামত বা অনুভূতি কী? অভিনেতা জানান, 'বাংলা বিনোদন জগতে কাজে আসার পর অনেক সময়ই চুক্তি ছাড়া কাজ করেছি। অভ্যস্থ ছিলাম এই বিষয়ে। কিন্তু এখন অনুভব করলাম এবার থেকে কাজ করলে চুক্তি করা ভীষণই জরুরি। নামী প্রযোজক ছাড়া নতুন প্রযোজকদের সঙ্গে কাজ করলেও ভালো করে আগে খোঁজ খবর নিতে হবে। কিন্তু সবার বিষয়ে তো সঠিক তথ্য বের করা মুশকিল।'

    ইতিমধ্যেই দুবার ইডির ঘরে ডাক পড়েছিল বনির। তাঁকে কি আবার ডাকা হবে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'ওঁরা কী করবেন সেটা জানি না। কিন্তু আমি টাকা দিয়ে দিয়েছি। দুর্নীতির সঙ্গে কোনও রকম ভাবে জড়িত থাকতে চাই না। মুখে কিছু না বলে, কাজে করেছি।' তিনি নেটিজেনদের খোঁচা দিয়ে বলেন, 'যাঁরা প্রশ্ন তুলছেন বনির পারিশ্রমিক এত নয় বলে তাঁদের কাছে আমার প্রশ্ন তাহলে এতগুলো টাকা আমি ফেরত দিলাম কীভাবে? নিশ্চয় আমার সেই ক্ষমতা আছে। এটা আমার উপার্জনের টাকা। কালো নয়, সাদা টাকা ফিরিয়েছি আমি।'

    এখন কি কোনও আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে তাঁকে? বনির উত্তর, 'ভয় নয়, নার্ভাস ছিলাম। আমি কোনও অন্যায় করিনি। ভুল করেছি। কৌশানি, বাবা, না সবার সঙ্গে আলোচনা করে কী করে এই সমস্যা থেকে বের হবো সেটাই খালি ঠিক করার ছিল। আমার নাম যাতে খারাপ না হয় সেটার জন্যই এটার দরকার ছিল। আমার আর্থিক ক্ষতি হল।'

    সম্প্রতি তাঁকে যে ট্রোলিংয়ের মধ্যে পড়তে হল ‘লিডিং মোস্ট অ্যাক্টর’ বলায় সেটা নিয়ে তাঁর কী বক্তব্য? অভিনেতার সাফ উত্তর, 'বাংলা ছবির সঙ্গে জড়িত অভিনেতাদের এখন ছোট করে দেখার চল হয়েছে। মনে করা হয় তাঁরা যেন বড় অঙ্কের অর্থ উপার্জন করতে পারেন না। একজন তো বললেন একটা গাড়ির যা দাম তাতে নাকি একটা ছবি হয়ে যায়। জানি না কীভাবে একটা বাংলা ছবি ৪০ লাখ টাকায় হতে পারে। ইন্ডাস্ট্রির ততদিন উন্নতি হবে না যতদিন না বাংলা ছবিকে বড় জায়গায় দেখা হবে। সমস্ত শিল্পীদের ভালো বা খারাপ সময়ে এক জোট হওয়া দরকার টলিউডে।'

    এই গোটা বিষয়টা তাঁর কেরিয়ারে কতটা প্রভাব ফেলবে বলে মনে করছেন বনি? তাঁর উত্তর, 'টলিউডে যাঁরা আমার কাছের তাঁরা আমার পাশে আছেন। পরিচিত প্রযোজনা সংস্থার তরফে একই কথা জানানো হয়েছে যে ৩০ শতাংশ আমার কাছের নয় তাঁদের নিয়ে ভাবছি না। তবে যাঁরা বলছেন বনি বড় বড় কথা বলে অভিনয় পারে না তাঁদের চিনে রাখলাম। আমার মাথা ঠান্ডা। ধৈর্যের কারণেই আজ আমি এই জায়গায় এসেছি। আগামী ২৬ মার্চ থেকেই একটি নতুন ছবির কাজ শুরু হওয়ার কথা ছিল। ওটা ৭ দিন পিছিয়েছি।'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)