• 'হাজার কথা, লক্ষ স্মৃতির ভিড়', শ্যুটিং শেষের পর আবেগতাড়িত হয়ে পোস্ট রুক্মিণীর
    হিন্দুস্তান টাইমস | ২২ মার্চ ২০২৩
  • রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি বিনোদিনী এক নটীর উপাখ্যান নিয়ে বিস্তর আলোচনা, বিতর্ক, ইত্যাদি চলেছে। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন রুক্মিণী মৈত্র। চরিত্রের জন্য সুদীপ্তা চক্রবর্তীর থেকে তিনি দীর্ঘ 'ক্লাস' নিয়েছেন। গত ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ থেকে এই ছবির শ্যুটিং শুরু হয়। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে এই ছবির শ্যুটিং শেষ হল। শ্যুটিং শেষের পর খোদ বিনোদিনী ওরফে রুক্মিণী নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টার শেয়ার করেন। জানালেন শ্যুটিং শেষ হওয়ার কথা।

    এই ছবি পোস্ট করে অভিনেত্রী নিজের মনের কথাও প্রকাশ করেন। এক আবেগভরা পোস্ট করেন তিনি। জানালেন এই ছবি জুড়ে নাকি হাজার হাজার কথা আর লক্ষ স্মৃতির ভিড় রয়েছে। তিনি লেখেন, 'কোথা থেকে গল্প শুরু করব বুঝতে পারছি না। শ্যুটিং শেষের খবর জানাতে গিয়ে আমি চোখের জল আটকাতে পারছি না। এই শ্যুটিংয়ের সফর ভীষণ কঠিন ছিল। এতটাই কঠিন ছিল যে কেউ কল্পনা করতে পারবে না। তবে আজ আমার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। আমি নম্রতা, বিশ্বাস, কৃতজ্ঞতায় মাথা নত করি এই আশায় যে গোটা বিশ্ব একদিন দেখবে নারীরা চাইলে কীই না করতে পারে। একজন নারী ইস্পাতের থেকেও কঠিন হতে পারে, হীরের থেকেও চকচকে হতে পারে আবার মহাসাগরের থেকেও গভীর হতে পারে তাঁর হৃদয়।'

    অভিনেত্রী তাঁর পোস্টে টিম বিনোদিনীর উদ্দেশ্যে লেখেন, 'বিনোদিনী শুধু আমি নই, বিনোদিনী সবসময় আমরা থাকব।'

    এই বিষয়ে উল্লেখযোগ্য শ্যুটিং শুরুর একমাসের মধ্যেই বন্ধ হয়ে যায় শ্যুটিং। গোটা টিমের অনেকেই এমনকি খোদ রুক্মিণীও ভাইরাল ফিভারে আক্রান্ত হন। তাই পরিচালক পোস্ট করে জানান কাজ বন্ধ রাখার কথা। তিনি সেই পোস্টে সকলের আরোগ্য কামনাও করেছিলেন। প্রায় এক সপ্তাহের জন্য এই ছবির শ্যুটিং বন্ধ ছিল।

    কী লিখেছিলেন নিজের পোস্টে রামকমল মুখোপাধ্যায়?

    পরিচালক তাঁর পোস্টে লেখেন, ‘টিম ’বিনোদিনী একটি নটীর উপাখ্যান', দ্রুত সেরে ওঠো! তোমরা প্রত্যেকে যোদ্ধা এবং এটা তোমরা করে দেখাবেই। দুর্ভাগ্যবশত কাস্ট ও ক্রিউ সদস্যদের সিংহভাগ শ্যুটে ভাইরাস আক্রান্ত হয়েছেন। রুক্মিণী মৈত্র সহ আমার পুরো ডিরেক্টোরিয়াল টিম, আমার আর্ট ডিপার্টমেন্ট, কস্টিউম ডিপার্টমেন্ট ও হেয়ার-মেকআপ টিম সকলেই একটা ভাইরাল অ্যাটাক ও জ্বরে ভুগছে। সকলেরই চিকিৎসা চলছে এবং সকলেই সতর্কতা মেনে চলছেন যাতে দ্রুত কাজে ফিরতে পারেন তাঁরা। সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। দয়া করে আমার টিমের জন্য প্রার্থনা করবেন। হরি গুরু, গুরু হরি।'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)