• Spotify থেকে সরিয়ে দেওয়া হল একগুচ্ছ বলিউড গান! চূড়ান্ত হতাশ শ্রোতারা
    প্রতিদিন | ২২ মার্চ ২০২৩
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিসে যেতে বা অফিস থেকে ফেরার সময়, কিংবা অবসরে গান শোনার অভ্যাস যাঁদের রয়েছে, তাঁদের জন্য খারাপ খবর। মিউজিক অ্যাপ স্পটিফাই (Spotify) থেকে সরিয়ে দেওয়া হল একগুচ্ছ বলিউড গান।

    হালফিলের যুগে অনেকেই গান শোনার জন্য স্পটিফাইয়ের মতো অ্যাপের ভরসায় থাকেন। তাঁরা এখন বেশ কিছু গান শুনতে পাবেন না। বিষয়টি চুক্তিকেন্দ্রিক সমস্যার কারণেই ঘটেছে। জানা গিয়েছে, Zee মিউজিক কোম্পানির সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল স্পটিফাইয়ের। সেই চুক্তি নতুনভাবে করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা সম্ভব হয়নি। সেই কারণেই Zee মিউজিক কোম্পানি গান মিউজিক অ্যাপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

    আচমকা এমন ঘটনায় অনেক শ্রোতাই অসন্তুষ্ট। ক্ষোভ প্রকাশ করে নানা ধরনের টুইট করা হয়েছে। কেউ ভিডিও শেয়ার করে হতাশা জাহির করেছেন, কেউ আবার এই ধরনের মিউজিক কোম্পানির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

    শোনা গিয়েছে, বিষয়টি নিয়ে এখনও কথাবার্তা চলছে স্পটিফাই ও Zee মিউজিক কোম্পানির মধ্যেই। আপ্রাণ চেষ্টা করা হচ্ছে যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায় এবং শ্রোতাদের প্রিয় গানগুলি আবার অ্যাপে ফিরিয়ে আনা যায়।
  • Link to this news (প্রতিদিন)