• India-Australia: সিরিজ ফয়সলার ম্যাচে প্রথমে ফিল্ডিং করবে ভারত, দলে ফিরলেন ওয়ার্নার
    আজকাল | ২২ মার্চ ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজ ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজের শেষ ম্যাচ।

    দ্বিতীয় ম্যাচে ল্যাজেগোবরে হতে হয়েছে রোহিতদের। বর্তমান ফলাফল ১-১। ঘরের মাঠে সিরিজ জিততে আজ জয় ছাড়া গতি নেই ভারতের। কিন্তু টস ভাগ্য রোহিতের সঙ্গ দিল না। পরপর দুই ম্যাচে টসে হারলেন ভারতের নেতা। তৃতীয় একদিনের ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন স্টিভ স্মিথ। ২-১ এ টেস্ট সিরিজ জেতার পর এবার একদিনের সিরিজও পকেটে পুরতে চাইবে রোহিত অ্যান্ড কোম্পানি। ওয়াংখেড়েতে প্রথম একদিনের ম্যাচে দাপট ছিল ভারতের। দ্বিতীয় ম্যাচে উলাটপুরান। বিশাখাপত্তনামে ১০ উইকেটে টিম ইন্ডিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। আজ সিরিজ নির্ণায়ক ম্যাচ। টসে হেরে ফিল্ডিং করবে ভারত। তবে তাই নিয়ে ভাবিত নন অধিনায়ক। টসের পর রোহিত বলেন, 'টসে জিতলেও আমরা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতাম। আমাদের স্পিন ভাল। এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। চাপের মধ্যেও আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব।' তৃতীয় একদিনের ম্যাচে ভারতীয় দল অপরিবর্তিত। তবে অস্ট্রেলিয়া দলে দুটো বদল রয়েছে। দলে ফিরছেন ডেভিড ওয়ার্নার। ক্যামেরুন গ্রিনের জায়গায় ফিরবেন তারকা ক্রিকেটার। অন্যদিকে নাথান এলিসের জায়গায় দলে ফেরেন অ্যাশটন আগার। 
  • Link to this news (আজকাল)