• ICC World Cup: ৫ অক্টোবর শুরু বিশ্বকাপ, ফাইনাল হতে পারে আহমেদাবাদে
    আজকাল | ২২ মার্চ ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক:  দেশের মাটিতে অক্টোবরে শুরু হচ্ছে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ।

    ২০২৩ বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। নানা জল্পনা-কল্পনা শেষে এবার জনসমক্ষে আনা হল বিশ্বকাপ শুরু-শেষের তারিখ এবং ফাইনাল ম্যাচের ভেন্যু। একটি জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট জানিয়েছে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর, ফাইনাল ১৯ নভেম্বর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে ফাইনাল। আহমেদাবাদ ছাড়াও ভেন্যুর তালিকায় আছে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনউ, ইন্দোর, রাজকোট এবং মুম্বইয়ের নাম। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ১০ দলের এই আসরের জন্য প্রায় এক ডজন ভেন্যুর সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। ৪৬ দিন ধরে চলা এই রাজকীয় যজ্ঞে তিনটি নকআউট সহ মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে, সেটা এখনও চূড়ান্ত হয়নি। আয়োজক দেশ ভারত সহ এখনও পর্যন্ত বিশ্বকাপে ৭টি দলের খেলা চূড়ান্ত হয়েছে। এই তালিকায় রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান। 
  • Link to this news (আজকাল)