• Weather Update: আজও ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়
    আজকাল | ২২ মার্চ ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: বুধেও ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি।

    আজও জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমলেও, উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। অর্থাৎ চৈত্রের চলতি সপ্তাহে আর্দ্রতাজনিত অস্বস্তি খানিকটা দূর হবে। 

     

    আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ কলকাতায় সকালে চড়া রোদ থাকলেও, দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। 

    আজ মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে শুষ্ক আবহাওয়া থাকবে। 

    অন্যদিকে উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে শনিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
  • Link to this news (আজকাল)