• Kolkata Municipal Corporation: কলকাতা পুরসভার অভূতপূর্ব উদ্যোগ, শহরের বেশ কিছু বাসস্ট্যান্ডে হচ্ছে ‘ব্রেস্ট ফিডিং কর্ণার’
    আজকাল | ২২ মার্চ ২০২৩
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতায় বেশ কিছু বাসস্ট্যান্ডে ‘ব্রেস্ট ফিডিং কর্ণার’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।

    সম্প্রতি সাপ্তাহিক ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এক নাগরিকের প্রশ্নের জবাবে এ কথা জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। 
    মেয়র বলেন, বাসস্ট্যান্ডে ‘ব্রেস্ট ফিডিং কর্ণার’ স্থাপনের পরিকল্পনা আগেই ছিল। প্রথমে কলকাতার পর্ণশ্রী এলাকায় ‘ব্রেস্ট ফিডিং কর্ণার’ স্থাপন করা হবে। 
    মেয়র বলেন, নতুন এই বাসস্ট্যান্ডের ভেতরে থাকবে চেয়ার, একটি স্মার্ট টয়লেট ও ব্রেস্ট ফিডিং কর্ণার। রাতের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকবে এই বাসস্ট্যান্ড। এটি একটি পাইলট প্রোজেক্ট। সফল হলে সারা কলকাতা জুড়েই হবে এমন বাসস্ট্যান্ড। 
    এদিকে, মেয়রের এমন প্রস্তাবে খুশি কলকাতার নাগরিকরা। পুরসভার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে প্রায় সকলেই। কলকাতা পুরসভার জনস্বাস্থ্য আধিকারিক ডা. অনির্বাণ দলুই জানান, ‘‌শিশুকে স্তন্যপান করানো একটা স্বাভাবিক বিষয়। এটা নিয়ে লজ্জা থাকা উচিত নয়। তবে যতদিন না এই ছুঁৎমার্গ কাটছে, ততদিন এমন ‘ব্রেস্ট ফিডিং কর্ণার’ প্রয়োজন।’‌ 
  • Link to this news (আজকাল)