• পাকিস্তানে ভুমিকম্পে মৃত ১১ আফগানিস্তানে মৃত ২
    বর্তমান | ২২ মার্চ ২০২৩
  • ইসলামাবাদ: গতকালের ভূমিকম্পে পাকিস্তান ও আফগানিস্তানে মোট ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। গতকাল, মঙ্গলবার রাত ১০টা ২০ নাগাদ আচমকাই ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান, পাকিস্তান ও ভারত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। উৎস্যস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল। মাটির ১৫০ কিমি গভীরে জন্ম নেওয়া এই ভূমিকম্পের প্রভাব পড়ে আফগানিস্তানের পড়শি দেশ পাকিস্তানেও। তীব্রতা বেশি থাকায় ভারতের রাজধানী দিল্লি, জম্মু ও কাশ্মীর সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় জোরদার কম্পন অনুভূত হয়। যদিও ভারতে এই ভূমিকম্পের ফলে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তেমন বড় কোনও ক্ষয়ক্ষতিও হয়নি। যদিও কম্পনের পর দিল্লির সাকোরপুর এলাকা থেকে একটি বহুতল হেলে পড়ার অভিযোগে ফোন করেন সেখানকার বাসিন্দারা। তবে পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া এলাকায় এই ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আফগানিস্তানে প্রাণ হারিয়েছেন আরও ২জন। গতকাল ৪০ সেকেন্ডেরও বেশি সময় ধরে কম্পন অনুভূত হয় দিল্লি ও সংলগ্ন অঞ্চলে। আতঙ্কে হুড়মুড়িয়ে বাড়ি ও বহুতল থেকে বেরিয়ে আসেন মানুষজন। যদিও গতকালের কম্পনের পর আর কোনও আফটারশক আসেনি।
  • Link to this news (বর্তমান)