• সুযোগ পেলে তৃণমূলকর্মীদের আবার চাকরি দেব, মদনের মন্তব্যে বিতর্ক
    দৈনিক স্টেটসম্যান | ২২ মার্চ ২০২৩
  • কলকাতা, ২২ মার্চ : নিয়োগ দুর্নীতিকাণ্ডে একে একে সামনে আসছে বড় বড় রাঘব বোয়ালদের নাম। সেই নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল গোটা বাংলা। শাসকদল থেকে শুরু করে টলি অভিনেতা কেউ বাদ যায়নি নিয়োগ দুর্নীতিতে। সেই আবহেই বিতর্কিত মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। তাঁর দাবি, সিপিএম কয়েক কোটি বেকার রেখে চলে গিয়েছে। তৃণমূলের লোকজন সিপিএম-এর  আমলে চাকরি পাননি। তাই আগামী দিনেও পারলে ফের তৃণমূলকর্মীদের চাকরি দেবেন তিনি।
    ফেসবুক লাইভে এই বিতর্কিত মন্তব্য করেন মদন। তিনি বলেন, "নিয়ম-নীতি মেনে, নির্দিষ্ট প্রক্রিয়ায়, যোগ্যতমদের বঞ্চিত না করে যদি তৃণমূল কর্মীদের চাকরি দেওয়া হয়, সেটা অন্যায় নয়। আবার চাকরি দেব। শুধু তাই নয়, ২০০২ থেকে ৩৪ বছর ধরে সিপিএম চাকরি দিয়ে এসেছে। দিল্লিতে বিজেপি একতরফা করে যাচ্ছে। আর তৃণমূলের কর্মীরা চাকরি পাবেন না! আমি সুযোগ পেলে আবার তৃণমূলের কর্মীদের চাকরি দেব।"
    মদনের মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। প্রতিক্রিয়া চাইলে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, বিজেপি নেতা রাহুল সিনহা নিজের নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)