• মঙ্গলের পর বুধেও কম্পন, আতঙ্ক বাড়িয়ে ফের কেঁপে উঠল দিল্লি
    আজকাল | ২৩ মার্চ ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পের ভয়াবহতার ছবি এখনও স্পষ্ট।

    তারমধ্যে দিনে দিনে কেঁপে উঠছে একাধিক দেশ। এবার ২৪ ঘণ্টার মাথায় দু' বার ভূমিকম্প দেশের রাজধানীতে। মঙ্গলবার ভূমিকম্প হয় দিল্লিতে। রাত ১০টার কিছু পরেই অনুভূত হয় কম্পন।  মঙ্গলের পর ফের বুধে কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ২.৭।

    জানা গিয়েছে বুধবার বিকেলে এই কম্পনের উৎসস্থল নয়াদিল্লি থেকে ১৭ কিলোমিটার উত্তর পশ্চিম। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে ওয়াকিবহাল মহলের মতে, পাকিস্তান, আফগানিস্থানের ভূমিকম্পের আফটারশক হতে পারে দিল্লির আজকের এই কম্পন। কম্পন মূলত অনুভূত হয়েছে পশ্চিম দিল্লিতে।
  • Link to this news (আজকাল)