• পুরীতে বাংলার গেস্ট হাউস, জমি দেখে জগন্নাথ মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী
    আজকাল | ২৩ মার্চ ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: পুরীতে পর্যটকদের জন্য গেস্ট হাউস তৈরি করতে চলেছে রাজ্য সরকার।

    সে কারণে বুধবার নিজে ওড়িশায় জমি দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওড়িশায় বঙ্গভবন তৈরির পরিকল্পনা অনেকদিন ধরেই রয়েছে রাজ্য সরকারের। বৃহস্পতিবার সেখানকার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গেও বৈঠক রয়েছে মমতার। জানা গিয়েছে সেখানেও এই জমি নিয়ে আলোচনা হবে। বুধবার জমি দর্শন করতে বেরিয়ে মমতার সঙ্গে ছিলেন ওড়িশা সরকারের সচিব। প্রথমে মমতাকে নিয়ে যাওয়া হয় চিল্কা রোডে ত্রিপুরের বালিয়াপণ্ডা এলাকায় একটি জমি দেখাতে।

    তবে মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির এবং সমুদ্র সৈকত থেকে কাছে জমি খুঁজছেন বলে জানা গিয়েছে। সে কারণে আরও কয়েকটি জমি দেখছে রাজ্য সরকার। এই বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করছে ওড়িশা সরকার বলেই জানিয়েছেন মমতা। জমি পরিদর্শন করে এদিন সোজা পুরীর জগন্নাথ মন্দিরে চলে যান মমতা। পায়ে হেঁটেই প্রবেশ করেন মন্দিরে। বাংলার মুখ্যমন্ত্রীকে দেখতে মন্দির চত্বরে উপচে পড়ে ভিড়। মমতা জানান, বাংলার মানুষের মঙ্গলকামনাতেই এই পুজো দিয়েছেন তিনি। এদিন উড়িয়া ভাষাতেও কথা বলেন মমতা।
  • Link to this news (আজকাল)