• দিদির দূত হিসেবে মানুষের দরজায় পৌঁছে যাচ্ছেন রুনা খাতুন, খুশি এলাকাবাসী
    আজকাল | ২৩ মার্চ ২০২৩
  • মিল্টন সেন,হুগলি,২২মার্চ: দিদিকে বলো কর্মসূচির পর জেলা জুড়ে সাড়া ফেলেছে দিদির দূত।

    দিদির সুরক্ষা কবচ কর্মসূচির মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রুনা খাতুনের নেতৃত্বে জেলা জুড়ে জোর কদমে চলছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। হুগলির বলাগড় থেকে শুরু করে পোলবা, পাণ্ডুয়া, জিরাট, চুঁচুড়া, শ্রীরামপুর একাধিক জায়গায় যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা যাচ্ছেন। গ্রাম থেকে শহর দিদির দূত বাড়ি বাড়ি পৌঁছে মানুষের সঙ্গে কথা বলছেন। সাধারণের অভাব অভিযোগ শোনার পাশাপাশি তা সমাধানের উপায় বলে দিচ্ছেন তারাই। 
    সম্প্রতি রাজ্য তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি দিদির দূত কর্মসূচি পালন করছে জেলা তৃণমূল নেতৃত্ব। কর্মসূচির মাধ্যমে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি যাবেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। সেই কর্মসূচিরই নাম দেওয়া হয়েছে দিদির দূত। তারা এলাকায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছে তাঁদের খোঁজ খবর নেবেন। শুনবেন স্থানীয় মানুষদের অভাব অভিযোগের কথা। পাশাপাশি তারা সব রকম সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা সে বিষয়েও জানবেন। একইসঙ্গে নেতা, মন্ত্রীরা স্থানীয় মানুষের বাড়িতে রাত্রি যাপন করছেন, যার নাম দেওয়া হয়েছে এক দিন অঞ্চলে। এদিন এই প্রসঙ্গে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রুনা খাতুন বলেন, সাধারণ মানুষের সঙ্গে জন সংযোগ আরও বাড়াতেই দলের তরফে এই কর্মসূচি আনা হয়েছে। এর আগে দিদিকে বলো কর্মসূচিতেও ব্যাপক সাড়া পাওয়া গেছিল। এই কর্মসূচিতে তেমনি ভালো সাড়া মিলছে। মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, তারাও নেতৃত্বকে পাশে পেয়ে আপ্লুত হচ্ছেন। রুনা খাতুন আরও জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সাধারণ মানুষের জন্য একাধিক জন দরদি প্রকল্পের রূপায়ন ঘটিয়েছেন। যার দ্বারা উপকৃত হয়েছেন গ্রাম থেকে শহরের বহু সাধারণ মানুষ। বাংলার একাধিক প্রকল্প আন্তর্জাতিক স্তরে সম্মান ও লাভ করেছে। সেই দিদির দূত হিসেবে মানুষের দরজায় যেতে পেরে তিনি খুশি। যে সমস্ত মানুষ এখনও কোনও প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থেকে থাকেন, তাঁদের সেই প্রকল্পের আওতায় আনার জন্য কি কি করণীয় তা বোঝাচ্ছেন তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা।
  • Link to this news (আজকাল)