• শপথ নিলেন সাগরদিঘির বাইরন বিশ্বাস
    আজকাল | ২৩ মার্চ ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: ২১-এর বিধানসভা নির্বাচনের পর বিধানসভায় বাম-কংগ্রেসের বিধায়কের সংখ্যা ছিল শূন্য।

    আইএসএফ-এর নওশাদ সিদ্দিকী বিধায়ক পদে বসেছিলেন। এবার বিধানসভায় এলেন কংগ্রেসের বাইরন বিশ্বাস। সাগরদিঘি উপনির্বাচনে শাসক দলের প্রার্থীকে হারিয়ে জয় ছিনিয়ে এনেছেন তিনি। রাজ্য রাজনীতিতে সাগরদিঘিতে সরকার পক্ষের হার নিয়ে জোর চর্চা। তার মাঝেই এবার শপথ বাক্য পাঠ করে বিধানসভায় গেলেন বাইরন বিশ্বাস। 

    সাগরদিঘি উপনির্বাচনে তাঁর হাতে জয় এলেও শপথ গ্রহণে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল। নির্বাচন কমিশনের কাছ থেকে শংসাপত্র পেলেও সমস্যা মেটেনি। তার জন্য অপেক্ষাও করতে হল বেশ কিছু দিন। আজ, বুধবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে শপথ বাক্য পাঠ করান।
  • Link to this news (আজকাল)