• মোদি বিরোধী পোস্টার লাগিয়ে দিল্লিতে গ্রেপ্তার ৬ দায়ের শতাধিক এফআইআর
    বর্তমান | ২৩ মার্চ ২০২৩
  • নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘আপত্তিজনক’ পোস্টার লাগানোর অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করল দিল্লি পুলিস। ধৃতদের মধ্যে দু’জন ছাপাখানার মালিকও রয়েছেন বলে খবর। দিল্লি পুলিস সূত্রে খবর, ধৃতরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যযুক্ত পোস্টার ছেপে তা দেশের রাজধানীর বিভিন্ন জায়গায় লাগাচ্ছিলেন। শহরজুড়ে এই ঘটনায় প্রায় শতাধিক এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিস। বিভিন্ন জায়গা থেকে এমন ২ হাজারেরও বেশি পোস্টার বাজেয়াপ্ত করেছে পুলিস। দিল্লির আম আদমি পার্টির সদর দপ্তর থেকে বের হওয়ার সময় একটি গাড়িকেও এদিন আটকানো হয়। সেই গাড়ি থেকেও এমন বহু পোস্টার উদ্ধার হয়েছে বলে অভিযোগ। ঘটনায় কয়েকজনকে আটকও করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিস। যদিও আম আদমি পার্টির দাবি, পোস্টারগুলিতে এমন কিছুই আপত্তিজনক নেই। সেখানে কেবল বলা হয়েছে, ‘মোদি হঠাও, দেশ বাঁচাও’। দিল্লি পুলিসের এই পদক্ষেপকে গণতন্ত্র বিরোধী বলে তোপ দেগেছে কেজরিওয়ালের দল। এই ধরণের কাজ কেন্দ্র সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাবেরই প্রকাশ বলে মত আপের।
  • Link to this news (বর্তমান)