• বিধাননগরের নাওভাঙায় বিলাসবহুল গাড়িতে উদ্ধার বিপুল পরিমাণে মাদক বাজেয়াপ্ত হেরোইনের ৩০ হাজার ছোট প্যাকেটও
    বর্তমান | ২৩ মার্চ ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাওভাঙায় মাদক উদ্ধার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। গত ১৬ মার্চ ওই বিধাননগরের নাওভাঙায় তল্লাশি চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে রাজ্য পুলিসের এসটিএফ। ধৃত মেহতাব বিবি ও মোমিন খানের কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক। গতকাল, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই একই এলাকায় ফের তল্লাশি অভিযান চালানো হয়। সেখানে দু’টি বিলাসবহুল এসইউভি গাড়ির সন্ধান পায় পুলিস। ওই গাড়ি দু’টির ভিতর থেকেও বিপুল পরিমাণে মাদক উদ্ধার হয়। পুলিস সূত্রে খবর, গাড়ি দু’টি থেকে উদ্ধার হয়েছে প্রায় দেড় কেজি ওজনের মাদকের বস্তা। এছাড়াও পাওয়া গিয়েছে হেরোইনের ৩০ হাজার পুরিয়া। কীভাবে ওই মাদকগুলি গাড়িতে মজুত করে রাখা হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিস। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সাপ্লাই চেনের মাধ্যমে ওই হেরোইন বিভিন্ন মাদক কারবারির কাছে পৌঁছে যেত। কিন্তু তার আগেই পুলিস তা উদ্ধার করতে পেরেছে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা।
  • Link to this news (বর্তমান)