• IND VS AUS: চিপকে চলছে সিরিজ ডিসাইডার! হার্দিক-কুলদীপ কামালে ২৬৯ রানে অলআউট অজিরা
    ২৪ ঘন্টা | ২৩ মার্চ ২০২৩
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium, Chepauk, Chennai) চলছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। বুধবার অর্থাৎ আজ স্টিভ স্মিথের (Steven Smith) অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ব্যাট করে ২৬৯ রান তুলল। এই রান তাড়া করে জিততে পারলেই টেস্টের পর ওয়ানডে সিরিজও চলে আসবে রোহিত শর্মাদের (Rohit Sharma) দখলে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঁচ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে, তিন ম্যাচের চলতি ওয়ানডে সিরিজের শুভারম্ভ করেছিল টিম ইন্ডিয়া। গত রবিবার বিশাখাপত্তনমের ডক্টর ওয়াইএসআর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দারুণ ভাবে সিরিজে ফিরেছে অস্ট্রেলিয়া। চেন্নাইয়ে যে জিতবে, সিরিজ যাবে তার দখলেই। ফলে তৃতীয় ওয়ানডে হয়ে গিয়েছে সিরিজ ডিসাইডার। 

    আরও পড়ুন: 

    এদিন ভারতীয় দল অপরিবর্তিতই থাকে। অস্ট্রেলিয়া আনে জোড়া পরিবর্তন। ক্যামেরন গ্রিন ও ন্যাথান এলিসের পরিবর্তে খেলছেন ডেভিড ওয়ার্নার ও অ্যাস্টন আগার। এদিন ওয়ার্নারকে অস্ট্রেলিয়া ওপেন করায়নি। ভরসা রাখে ট্রাভিস হেড ও মিচেল মার্শের ওপর। দুই ওপেনার শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন। রোহিত বুঝে উঠতে পারছিলেন না যে, কোন মন্ত্রে এই জুটি ভেঙে ফেলা যায়। ১০.৫ ওভার পর্যন্ত তাঁরা অপরাজিত ছিলেন। ৬৮ রান তুলে ফেলেছিলেন স্কোরবোর্ডে। কিন্তু ১১ নম্বর ওভারেই হার্দিক পাণ্ডিয়ার বলে ট্রাভিস হেড ক্যাচ তুলে দেন কুলদীপের হাতে। প্রথম সাফল্য আসে ভারতের। এরপর তিনি নামা স্মিথকেও বুঝে নেন হার্দিক। অজি অধিনায়ককে কোনও রানই যোগ করার সুযোগ দেন না তিনি। স্মিথ উইকেটের পিছনে কেএল রাহুলের হাতে ক্যাচ তুলে দেন। এরপর দারুণ সেট হয়ে যাওয়া মার্শকে বোল্ড করে দেন পাণ্ডিয়া। মাত্র তিন রানের জন্য অজি ওপেনার হাফ-সেঞ্চুরি রেখে আসেন মাঠে। চারে নেমে ডেভিড ওয়ার্নারও খুব একটা কিছু করতে পারেননি এদিন। ৩১ বলে ২৩ রানে ফিরে যান তিনি। কুলদীপ তাঁর উইকেট তুলে নেন। ১২৫ রানে অস্ট্রেলিয়ার চলে যায় চার উইকেট। তখন ২৫ ওভারের খেলা চলছিল। এরপর মার্নাস লাবুশানে (২৮), অ্যালেক্স ক্যারে (৩৮), মার্কাস স্টোইনিস (২৫), সিন অ্যাবট (২৬), অ্যাস্টন আগার (১৭), মিচেল স্টার্ক (১০) ও অ্যাডাম জাম্পারা (১০) মিলে বাকি রান তোলেন। এদিন হার্দিক ও কুলদীপ নিয়েছেন তিনটি করে উইকেট। মহম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল নিয়েছেন দুই উইকেট করে।

     
  • Link to this news (২৪ ঘন্টা)