• ভয় পাই না, কুন্তলের মাথা খারাপ হয়ে গেছে, আদালতে যাব, বললেন মৌসুমী কয়াল
    হিন্দুস্তান টাইমস | ২৪ মার্চ ২০২৩
  • নিয়োগ দুর্নীতিকণ্ডে তাঁকে তাপস মণ্ডলের এজেন্ট বলে দাবি করেছেন কুন্তল ঘোষ। সেই অভিযোগ উড়িয়ে পালটা কুন্তলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন কামদুনির প্রতিবাদী বধূ মৌসুমী কয়াল। বললেন, মৌসুমী এসবে ভয় পায় না।

    বৃহস্পতিবার আদালতে পেশের সময় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার যুব তৃণমূলের বহিষ্কৃত সহ সভাপতি কুন্তল ঘোষকে বলতে শোনা যায়, ‘মৌসুমী কয়াল তাপস মণ্ডলের এজেন্ট ছিল। অনেক মহিলার সঙ্গে যোগাযোগ ছিল। তবে তাপসকে কত টাকা তুলে দিয়েছে তা জানি না।’ আদালত থেকে বেরনোর সময় এব্যাপারে তাপস মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অ্যাবসার্ড। কুন্তল রোজই কারও না কারও নাম বলে নাটক করছে।’

    এই নিয়ে সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মৌসুমী বলেন, ‘কুন্তল ঘোষের মাথা খারাপ হয়ে গেছে। যখন যার নাম মুখে আসছে, বলছে। আমি কুন্তলকে কোনও দিন চোখে দেখিনি। ওকে টিভিতেই দেখেছি।’ তাপস মণ্ডলের মহিষবাথানের দফতরে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মৌসুমী বলেন, ‘ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছিলাম। ৫ মাস মাইনে না পেয়ে চাকরি ছাড়ি। রিসেপশনিস্টের কাজ করতাম। সেখানে যে এসব কারবার চলে তাই জানতাম না।’

    মৌসুমী মনে করান, ‘কামদুনির ঘটনার পরেও মুখ বন্ধ করতে আমাকে চাকরি ও টাকার প্রলোভন দেখানো হয়েছিল। কিন্তু আমাকে ভাঙতে পারেনি। মৌসুমী ভয় পায় না। ইডি, সিবিআই তদন্ত করলেই সব বেরিয়ে আসবে। আমি সত্যের পথে ছিলাম। সত্যের পথেই থাকব।’

    বলে রাখি, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার তাপস মণ্ডলের অফিসে চাকরি করতেন মৌসুমী। সেকথা সংবাদমাধ্যমে বিস্তারে জানিয়েছেন তিনি।

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)