• 'দুর্নীতি করতেই ব্রাত্যকে ঘাড় ধাক্কা দিয়ে পার্থকে শিক্ষা দফতর দিয়েছিলেন মমতা'
    হিন্দুস্তান টাইমস | ২৪ মার্চ ২০২৩
  • দুর্নীতি করার জন্যই ব্রাত্য বসুকে সরিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষামন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত ষড়যন্ত্রের কেন্দ্রে তিনি। আদালতের পাথে পার্থর আক্রমণকে এভাবেই ফিরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। বললেন, এসব দুর্বল চিত্রনাট্য লিখে কোনও লাভ হবে না।

    এদিন মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু বলেন, ‘আমি বিধানসভার ভিতরে পার্থ চট্টোপাধ্যায়কে বলেছি, যদি একটা ফাটা কাগজ দেখাতে পারো শুভেন্দু অধিকারী তোমার কাছে কোনও অনুরোধ করেছে। চাকরি বাকরি দূরের কথা, আমার বিধানসভা কেন্দ্রে কোনও স্কুলে ব্ল্যাক বোর্ড চক – ডাস্টার চেয়েছি যদি দেখাতে পারো মেনে নেব। আমি এই লোকটাকে ঘৃণা করি। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত ষড়যন্ত্রের মূল। তিনি ব্রাত্য বসুকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে শিক্ষা দফতর দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে এই অপকর্মগুলো করার জন্য। এসব দুর্বল চিত্রনাট্য তৈরি করে কাজ হবে না।’

    তিনি আরও বলেন, ‘নারদা স্টিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনও অভিযোগ নেই। ২০১৬ সালের নির্বাচনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে KD সিংকে দিয়ে ওই স্টিং অপারেশন করিয়েছিল ভাইপো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, ওনার ব্যাপারে আমি যা যা জানি তা প্রকাশ্যে আনলে কাল থেকে উনি রাস্তায় বেরোতে পারবেন না।’

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)