• Mississippi Tornado : মার্কিন মুলুকে টর্নেডো প্রাণ কাড়ল ২৩ জনের
    এই সময় | ২৬ মার্চ ২০২৩
  • মিসিসিপি: মার্কিন মুলুকে টর্নেডোর ক্ষত! শুক্রবার বিধ্বংসী টর্নেডো ও ঝড়বৃষ্টিতে বিধ্বস্ত মিসিসিপি। প্রাণ গিয়েছে অন্তত ২৩ জনের। মিসিসিপি-র বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, প্রায় ১০০ মাইল এলাকা জুড়ে টর্নেডো ধ্বংসের ক্ষত রেখে গিয়েছে। খোঁজ নেই অন্তত চার জনের। ছোট্ট জনপদ সিলভার সিটি ঝড়ে বিপর্যস্ত। 'রোলিং ফর্ক' শহরে বসবাস অন্তত ১,৭০০ জনের। টর্নেডোর প্রকোপে সেই শহর প্রায় মুছে গিয়েছে।

    বাসিন্দা ব্র্যান্ডি শোওয়াহ বলেন, 'এরকম ঘটনা আগে কখনও দেখিনি। একটা ছোট্ট, সুন্দর শহর প্রায় মুছে গেল! আমার বন্ধু বাড়ি ভেঙে চাপা পড়েছিল। ওকে কোনও ক্রমে উদ্ধার করতে পারলেও ওর ঠাকুমাকে বের করা যায়নি।' নেভি প্রেসিডেন্ট টোড টেরেলের দাবি, সবচেয়ে খারাপ অবস্থা রোলিং ফর্কের, সেখানে অনেক লোক ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন। মৃতের তালিকা বাড়তে পারে।

    ২০১১ সালে মিসৌরিতে বিধ্বংসী টর্নেডো প্রাণ কেড়েছিল ১৬১ জনের। অনেকেরই বক্তব্য, সেই বিধ্বংসী ঝড়ের দুঃস্বপ্ন ফিরে আসছে। মিসিসিপি-র যে ছবি সামনে আসছে, তাতে দেখা যাচ্ছে উল্টো পড়ে রয়েছে একাধিক গাড়ি, উপড়ে গিয়েছে গাছ। অন্ধকারে ঢেকে বিস্তীর্ণ জনপদ। গভর্নর টাটে রিভে টুইট করেন, 'আমরা আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করছি। তল্লাশি এবং উদ্ধারকাজ একই সঙ্গে জারি।'
  • Link to this news (এই সময়)