• অডিয়ো: বাগ্‌যুদ্ধে বিধায়ক বনাম নেত্রীর
    এই সময় | ২৬ মার্চ ২০২৩
  • এই সময়, কৃষ্ণনগর: নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে এবার সাংবাদিক সম্মেলন করে তোপ দাগলেন দলেরই জেলা পরিষদ সদস্যা টিনা ভৌমিক সাহা। স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নামে তাপস টাকা নিয়েছেন, এরকম কথোপকথনের একটি অডিয়ো সম্প্রতি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর বিজেপির এক আইনজীবী নেতা তা টুইট করায় নতুন বিতর্ক দেখা দেয়।

    ওই অডিয়োর গলা তাঁর নয় দাবি করে তাপস বলেন, 'সিপিএম, বিজেপির সঙ্গে দলীয় নেত্রী টিনা ভৌমিক সাহাও চক্রান্ত করে আমাকে কালিমালিপ্ত করছেন।' এর জবাবে শনিবার সাংবাদিক বৈঠকে টিনা কার্যত এক হাত নেন দলীয় বিধায়ককে। টিনার প্রশ্ন, 'ওই অডিয়োতে যদি ওর গলা না থাকে তাহলে আদালতে যাচ্ছেন না কেন? কেন বলছেন আমি তাঁকে ফাঁসিয়েছি?'

    টিনা আরও একটি গুরুতর অভিযোগ করেন এদিন। মোবাইলে একটি ভিডিয়ো ফুটেজ দেখিয়ে তিনি দাবি করেন, 'আমাকে আক্রমণ করতে গিয়ে অশালীন শব্দ ব্যবহার করেছেন ওই বিধায়ক। এরকম শব্দ একজন বিধায়ক কোনও মহিলাকে বলতে পারেন?' এরই মধ্যে দমকল বিভাগে চাকরি দেওয়ার নামে টাকা তোলার আরও একটি অডিয়ো ছড়িয়ে গিয়েছে। তাতেও তাপসের গলা রয়েছে বলে দাবি উঠেছে। এ নিয়েও রাজনৈতিক বিতর্ক চলছে জেলায়।

    পুরো বিষয়টি নিয়ে তাপসের পাল্টা অভিযোগ, 'স্কুলের উন্নয়নের সরকারি টাকা ওই নেত্রী নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরিয়েছেন। অনেক চক্রান্ত করছেন আমার বিরুদ্ধে। তবে আমি যদি কোনও অশালীন শব্দ বলে থাকি সেজন্য আন্তরিক ভাবে দুঃখিত।'
  • Link to this news (এই সময়)