• আমায় পাগল করবি কবে

    গায়ক: ছবি বন্দোপাধ্যায় | সুরকার: রজনীকান্ত সেন | গীতিকার: রজনীকান্ত সেন | ঘরানা: ভক্তিমূলক শ্যামাসংগীত
  • আমায় পাগল করবি কবে মা

    আমায় পাগল করবি কবে

    মা মা বলতে অবিরত ধারে দুনয়নে ধারা ব'বে

    মা মা বলতে অবিরত ধারে দুনয়নে ধারা ব'বে

    আমায় পাগল করবি কবে


    হাসব কাঁদব আপন মনে নির্জনে নীরবে

    হাসব কাঁদব আপন মনে নির্জনে নীরবে

    আমার পাগল মনের যত কথা মা তোরই সঙ্গে হবে

    পাগল মনের যত কথা মা তোরই সঙ্গে হবে

    আমায় পাগল করবি কবে মা


    তোর কাজে মা ক্ষুধা-তৃষ্ণা শীতাতপ সব সবে

    আমার প্রাণ রবে তোর চরণতলে দেহ রবে ভবে

    মা মা বলতে এ অজপা ফুরায়ে যাবে যবে

    মা মা বলতে এ অজপা ফুরায়ে যাবে যবে

    সেদিন পাগল ছেলে বলে জাপটে ধরে আমায় কোলে তুলে লবে

    পাগল ছেলে বলে জাপটে ধরে আমায় কোলে তুলে লবে

    আমায় পাগল করবি কবে মা

    আমায় পাগল করবি কবে