• রাত জাগা দুটি চোখ

    গায়ক: মান্না দে | সুরকার: রতু মুখোপাধ্যায় | গীতিকার: পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক
  • রাত জাগা দুটি চোখ

    যেন দুটি কবিতা

    লিখেছিলো যাবার বেলায়

    অশ্রু ঝরানো লিপিকায়


    রাত জাগা দুটি চোখ

    যেন দুটি কবিতা

    লিখেছিলো যাবার বেলায়

    অশ্রু ঝরানো লিপিকায়


    কখনো বুঝি নি আমি

    কি কথা নিয়ে

    বুঝি নি আমি

    আমি

    কখনো বুঝি নি আমি

    কি কথা নিয়ে বেদনা সাগর তীরে

    ছিলে দাঁড়িয়ে

    বুঝি নি তো ভীরু প্রেম কি জানাতে চায়

    অশ্রু ঝরানো লিপিকায়

    অশ্রু ঝরানো লিপিকায়


    অঞ্জলি ঝরে গেছে তবু দুটি হাত মেলে

    কোন কিছু নিতে নয় শুধু আরও দিতে এলে

    কখনো ভাবি নি আমি

    কি আশা করে

    ভাবি নি আমি

    আমি ভাবি নি

    কখনো ভাবি নি আমি কি আশা করে

    নীরবে সয়েছো ব্যথা শেষ প্রহরে

    সে ভুলের অনুযোগ আজও রয়ে যায়

    অশ্রু ঝরানো লিপিকায়

    অশ্রু ঝরানো লিপিকায