স্বপন যদি মধুর এমন
হোক সে মিছে কল্পনা
জাগিও না আমায় জাগিও না
স্বপন যদি মধুর এমন
হোক সে মিছে কল্পনা
জাগিও না আমায় জাগিও না
জাগরণের বাস্তবে
মানুষের কি কাজ তবে
জাগরণের বাস্তবে
মানুষের কি কাজ তবে
ঘুমের ঘোরে
ঘুমের ঘোরে স্বপন যদি
সুখের মাপে কল্পনা
জাগিও না আমায় জাগিও না
সত্য কি আর মিথ্যা কি
জাগরণের সব ফাঁকি
সত্য কি আর মিথ্যা কি
জাগরণের সব ফাঁকি
স্বপন তবু সত্যি
মিছে জাগরণের জল্পনা
জাগিও না জাগিও না
জাগিও না আমায় জাগিও না