ওগো বরষা তুমি ঝরো না গো অমন জোরে
বরষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে
কেমন করে
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝোরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
রিমঝিম ঝিম ঝিম ঝিম
বরষা তুমি ঝরো না গো অমন জোরে
মেঘ তুমি চাঁদকে ঢেকো
যদি ওঠে
চন্দ্রমল্লিকা যেন
না ফোটে
আমারই চাঁদ আমার থাকুক
কেউ যেন না দেখে তারে
রিমঝিম রিমঝিম রিমঝিম
বরষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে
কেমন করে
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝোরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
রিমঝিম ঝিম ঝিম ঝিম
যেন তার পায়ে নুপুর বাজে রুমঝুম
এত রাতেও ভ্রমর কেন কর গুনগুন
লক্ষী ভ্রমর চুপ করো না
আসছে সে আজ আমার দ্বারে
রিমঝিম রিমঝিম রিমঝিম
বরষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে
কেমন করে
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝোরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
রিমঝিম ঝিম ঝিম ঝিম