• ও চাঁদ সামলে রাখো জোছনাকে

    গায়ক: মান্না দে | সুরকার: প্রভাস দে | গীতিকার: পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক
  • ও চাঁদ সামলে রাখো জোছনাকে

    সামলে রাখো জোছনাকে

    কারো নজর লাগতে পারে

    কারো নজর লাগতে পারে

    মেঘেদের উড়ো চিঠি

    উড়েও তো আসতে পারে

    ও চাঁদ সামলে রাখো জোছনাকে

    ও চাঁদ সামলে রাখো জোছনাকে


    ঝলমল করিও না গো তোমার ঐ অত আলো

    ঝলমল করিও না গো তোমার ঐ অত আলো

    বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো

    মুখের ঐ উড়নিটাকে একটু রাখো

    খুলো না কো দোহাই একেবারে

    ও চাঁদ সামলে রাখো জোছনাকে

    ও চাঁদ সামলে রাখো জোছনাকে


    এই সবে রাত হয়েছে এখনই অমন হলে

    মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে

    এই সবে রাত হয়েছে এখনই অমন হলে

    মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে

    সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে

    কাকে পাবে বাঁচাতে তোমারে

    ও চাঁদ সামলে রাখো জোছনাকে

    ও চাঁদ সামলে রাখো জোছনাকে