• তুমি নয় নাই কাছে আসলে

    গায়ক: মান্না দে | সুরকার: প্রভাস দে | গীতিকার: পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক
  • তুমি নয় নাই কাছে আসলে

    তুমি নয় নাই কাছে আসলে

    আমায় নাই বা ভালোবাসলে

    তাই বলে আমি কেন ভালোবাসবো না

    আমি কেন কাছে আসবো না

    তুমি নয় নাই কাছে আসলে তুমি নয় নাই কাছে আসলে


    মেঘে নয় আকাশটা ঢাকল

    চাঁদ নয় আড়ালেই থাকল

    মেঘে নয় আকাশটা ঢাকল

    চাঁদ নয় আড়ালেই থাকল

    নদী কেন ভরবে না জোয়ারে

    নদী কেন ভরবে না জোয়ারে

    সেই স্রোতে আমি কেন ভাসব না

    তুমি নয় নাই কাছে আসলে

    তুমি নয় নাই কাছে আসলে


    আঁখি নয় স্বপ্নকে ভুলল

    অশ্রুই শুধু ভরে তুলল

    আঁখি নয় স্বপ্নকে ভুলল

    অশ্রুই শুধু ভরে তুলল

    মন কেন দেখবে না স্বপ্ন

    সেই সুখে আমি কেন হাসব না

    তুমি নয় নাই কাছে আসলে

    আমায় নাই বা ভালোবাসলে

    তাই বলে আমি কেন ভালোবাসবো না

    আমি কেন কাছে আসবো না

    তুমি নয় নাই কাছে আসলে

    তুমি নয় নাই কাছে আসলে