• চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে

    গায়ক: মান্না দে | সুরকার: সুধীন দাশগুপ্ত | গীতিকার: সুধীন দাশগুপ্ত | ঘরানা: আধুনিক
  • চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে

    সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে

    চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে

    সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে

    আকাশ করে ছাদটাকে বাড়াই যদি হাতটাকে

    মুঠোয় ধরি দিনের সূর্য তারার রাতটাকে

    আকাশ করে ছাদটাকে বাড়াই যদি হাতটাকে

    মুঠোয় ধরি দিনের সূর্য তারার রাতটাকে

    বিশ্বরূপের দৃশ্য দেখাই চোখের অবিশ্বাস্যকে

    চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে

    সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে


    কলম ঘিরে ছায়ার মতন সঙ্গিনীরা আসে

    কাব্য করে সঙ্গী খুঁজে মেলাই

    সঙ্গহীনা সর্বহীনা মৃত্যুহীনার পাশে

    কলম ঘিরে ছায়ার মতন সঙ্গিনীরা আসে

    কাব্য করে সঙ্গী খুঁজে মেলাই

    সঙ্গহীনা সর্বহীনা মৃত্যুহীনার পাশে

    আমার মনের দরজাতে খিল দিয়ে মন আটকাতে

    সঙ্গিনী কেউ আসে নি তো প্রেমের প্রদীপ হাতে

    আমার মনের দরজাতে খিল দিয়ে মন আটকাতে

    সঙ্গিনী কেউ আসে নি তো প্রেমের প্রদীপ হাতে

    কবে যে তার পড়বে মনে আমার মতন নিঃস্বকে

    চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে

    সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে

    চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে