• ললিতা ওকে আজ চলে যেতে বল না

    গায়ক: মান্না দে | সুরকার: মান্না দে | গীতিকার: পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক
  • ললিতা ললিতা গো

    ওকে আজ চলে যেতে বল না

    ও ঘাটে জল আনিতে যাব না যাব না

    ও ঘাটে জল আনিতে যাব না যাব না

    ও সখী অন্য ঘাটে চল না

    ললিতা ওকে আজ চলে যেতে বল না


    দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে

    আমাকে সবাই দোষে সে সাধু থাকে

    দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে

    আমাকে সবাই দোষে সে সাধু থাকে

    অসময় সময় কিছু কেন সে বোঝে না

    আমি কি তার হাতের খেলনা

    ও ললিতা ওকে আজ চলে যেতে বল না

    ললিতা ওকে আজ চলে যেতে বল না


    নিশিরাতে বাঁশি তার সিঁধকাঠি হয়ে

    চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে

    নিশিরাতে বাঁশি তার সিঁধকাঠি হয়ে

    চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে

    যখনই ডাকবে তখনই যেতে হবে

    আমি কি এমনতর ফেলনা

    ও ললিতা ওকে আজ চলে যেতে বল না

    ও ঘাটে জল আনিতে যাব না যাব না

    ও ঘাটে জল আনিতে যাব না যাব না

    ও সখী অন্য ঘাটে চল না

    ললিতা ওকে আজ চলে যেতে বল না