• আমি তার ঠিকানা রাখি নি

    গায়ক: মান্না দে | সুরকার: সুধীন দাশগুপ্ত | গীতিকার: পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক
  • আমি তার ঠিকানা রাখি নি

    ছবিও আঁকি নি

    কোথা সে জানি না

    মন তবু তারই কথা বলে

    তারই সাথে পথ চলে

    আমি তার ঠিকানা রাখি নি

    ছবিও আঁকি নি

    কোথা সে জানি না

    মন তবু তারই কথা বলে

    তারই সাথে পথ চলে

    আমি


    দূর দিনান্তের ওপারে

    প্রথম রাতের আঁধারে

    দূর দিনান্তের ওপারে

    প্রথম রাতের আঁধারে

    আজও সেই চোখের তারায়

    প্রথম তারা জ্বলে

    মন তবু তারই কথা বলে

    তারই সাথে পথ চলে

    আমি


    তার ছায়া তো রাখি নি ধরে

    ধরার মতো ছিলো কী আর

    ধূ ধূ মনের প্রান্তরে

    তার ছায়া তো রাখি নি ধরে

    তাই অরণ্যে পর্বতে

    অন্য মনের জগতে

    তাই অরণ্যে পর্বতে

    অন্য মনের জগতে

    আমি সেই পলাতকায়

    বেঁধেছি প্রতি পলে

    মন তবু তারই কথা বলে

    তারই সাথে পথ চলে

    আমি তার ঠিকানা রাখি নি

    ছবিও আঁকি নি

    কোথা সে জানি না

    মন তবু তারই কথা বলে

    তারই সাথে পথ চলে

    আমি