রঙ্গিনী কত মন মন দিতে চায়
কি করে বোঝাই কিছু চাই না
চাই না চাই না
সন্দেহে ভরা হোক তোমার দু চোখ
আর কারও চোখে আমি চাই না
চাই না চাই না
হাতে থাক বেমানান কাঁকনের ধার
ও হাতেই দেখি তবু ভাগ্য আমার
হাতে থাক বেমানান কাঁকনের ধার
ও হাতেই দেখি তবু ভাগ্য আমার
কাব্যের ভুল থাক তোমার গানের
কাব্যের ভুল থাক তোমার গানের
আর কারও গান আমি গাই না
কি করে বোঝাই কিছু চাই না
চাই না চাই না
ঝলমল করে ওঠে কত চাঁদমুখ
সুর্যের ধার করা রূপের আলোয়
এক অতি সাধারন মুখ দেখি আমি
যে রয়েছে ভরপুর মন্দ ভালোয়
হাজার কণ্ঠ তোলে প্রশ্নে ঝড়
দ্বিধায় কাঁপে না তবু প্রাণের এ ঘর
হাজার গন্ধ তোলে প্রশ্নে ঝড়
দ্বিধায় কাঁপে না তবু প্রাণের ঘর
আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা
আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা
পৃথিবী ডাকুক তবু যাই না
কি করে বোঝাই কিছু চাই না
চাই না চাই না
সন্দেহে ভরা হোক তোমার দুচোখ
আর কারও চোখে আমি চাই না
চাই না চাই না
রঙ্গিনী কত মন মন দিতে চায়
কি করে বোঝাই কিছু চাই না
চাই না চাই না