চাঁদের আশায় নিভায়েছিলাম
যে দীপ আপন হাতে
চাঁদের আশায় নিভায়েছিলাম
যে দীপ আপন হাতে
অন্ধ পরাণ খুঁজিছে তাহারে
অন্ধ পরাণ খুঁজিছে তাহারে
জীবনের আঙিনাতে
চাঁদের আশায় নিভায়েছিলাম
আজিকে নয়ন যেদিকে ফিরাই
আঁধার কহিছে নাই পথ নাই পথ নাই
আলেয়ার আলো করে পরিহাস
আলেয়ার আলো করে পরিহাস
আলোকের ছলনাতে
চাঁদের আশায় নিভায়েছিলাম
বুকের গহনে লুকাইয়া কাঁদে
বেদনা মৌণব্রতী
পরাণ যখন আমারে শুধায়
পরাণ যখন আমারে শুধায়
কি হয়েছে তোর ক্ষতি
কোনোদিন সাথী ছিল আঁখি ধার
তাহার সময় নাহি আজি আর
নাহি আজি আর
নয়নে আগুন জ্বালাইয়া তাই
নয়নে আগুন জ্বালাইয়া তাই
কাঁদিব প্রাণের সাথে
চাঁদের আশায় নিভায়েছিলাম
যে দীপ আপন হাতে
অন্ধ পরাণ খুঁজিছে তাহারে
অন্ধ পরাণ খুঁজিছে তাহারে
জীবনের আঙিনাতে
চাঁদের আশায় নিভায়েছিলাম