• আমি সাগরের বেলা

    গায়ক: মান্না দে | সুরকার: মান্না দে | গীতিকার: প্রণব রায় | ঘরানা: আধুনিক
  • আমি সাগরের বেলা তুমি দুরন্ত ঢেউ

    বারে বারে শুধু আঘাত করিয়া যাও

    ধরা দেবে বলে আশা করে রই

    তবু ধরা নাহি দাও


    জানি না তোমার এ কি অকরুণ খেলা

    তব প্রেমে কেন মিশে রয় অবহেলা

    জানি না তোমার এ কি অকরুণ খেলা

    তব প্রেমে কেন মিশে রয় অবহেলা

    পাওয়ার বাহিরে চলে গিয়ে কেন আমারে কাঁদাতে চাও


    বুঝি আমার মালায় মায়ার বাঁধন নাই

    আপনজনেরে আপন করিয়া বাঁধিতে পারি না তাই


    আসে আর যায় কত চৈতালি বেলা

    এ জীবনে শুধু মালা গেঁথে ছিঁড়ে ফেলা

    আসে আর যায় কত চৈতালি বেলা

    এ জীবনে শুধু মালা গেঁথে ছিঁড়ে ফেলা

    কোন সে বিরহী কাঁদে মোর বুকে তুমি কি শুনিতে পাও

    বারে বারে শুধু আঘাত করিয়া যাও

    ওগো বারে বারে শুধু আঘাত করিয়া যাও