• আরও দূরে চলো যাই ঘুরে আসি

    গায়ক: আশা ভোঁসলে | সুরকার: সুধীন দাশগুপ্ত | গীতিকার: সুধীন দাশগুপ্ত | ঘরানা: আধুনিক, ছায়াছবি | সিনেমা: ছদ্মবেশী
  • আরও দূরে চলো যাই ঘুরে আসি

    মন নিয়ে কাছাকাছি

    তুমি আছো আমি আছি

    পাশাপাশি ঘুরে আসি

    আরও দূরে চলো যাই

     

    পায়ে পায়ে পথ চলা

    সেই কথা হোক বলা

    সেই ধ্বনি যেন শুনি ভালোবাসি

    ভালোবাসি

    মন নিয়ে কাছাকাছি

    তুমি আছো আমি আছি

    পাশাপাশি ঘুরে আসি

    আরও দূরে চলো যাই 

     

    রেখেছি এ হাত ধরে

    এক হয়ে অন্তরে

    রেখেছি এ হাত ধরে 

    ​এক হয়ে অন্তরে

    সব শেষে

    তাই এসে

    ঝরে হাসি

    ঝরে হাসি

    মন নিয়ে কাছাকাছি

    তুমি আছো আমি আছি

    পাশাপাশি ঘুরে আসি

    আরও দূরে চলো যাই ঘুরে আসি

    মন নিয়ে কাছাকাছি 

    তুমি আছো আমি আছি

    পাশাপাশি ঘুরে আসি