মন তুমি কৃষিকাজ জানো না
মন তুমি কৃষিকাজ জানো না
তুমি কৃষিকাজ জানো না
এমন মানবজমি রইল পতিত
মানবজমি রইল পতিত
আবাদ করলে ফলত সোনা
তুমি কৃষিকাজ জানো না
মন তুমি কৃষিকাজ জানো না
তুমি কৃষিকাজ জানো না
কালীনামে দাও রে বেড়া ফসলে তছরূপ হবে না
কালীনামে দাও রে বেড়া ফসলে তছরূপ হবে না
সে যে মুক্ত কেশীর শক্ত বেড়া
মুক্ত কেশীর শক্ত বেড়া
তার কাছে তে যম ঘেঁসে না
তুমি কৃষিকাজ জানো না
মন তুমি কৃষিকাজ জানো না
তুমি কৃষিকাজ জানো না
অদ্য কিম্বা শতাব্দান্তে
বাজাপ্ত হবে জানো না
তবু সময় হল না
বীজ বোনার সময় হল না
তোমার সকল কাজে সময়হল
শুধু বীজ বোনার সময় হল না
অদ্য কিম্বা শতাব্দান্তে
বাজাপ্ত হবে জানো না
তাই আপনি এখন প্রাণপনে মন
আপনি এখন প্রাণপনে মন
চুটিয়ে ফসল কেটে নে না
তুমি কৃষিকাজ জানো না
মন তুমি কৃষিকাজ জানো না
তুমি কৃষিকাজ জানো না
গুরুদত্ত বীজ রোপন করে
ভক্তি বারি তায় সেঁচ না
গুরুদত্ত বীজ রোপন করে
ভক্তি বারি তায় সেঁচ না
তুই একেলা যদি না পারিস মন
ওরে একেলা যদি না পারিস মন
রামপ্রসাদকে সঙ্গে নে না
তুমি কৃষিকাজ জানো না
মন তুমি কৃষিকাজ জানো না